এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
ঝরে পড়া শিশুদের শিক্ষা প্রকল্প বাস্তবায়ন বিষয়ে দিনাজপুর জেলার বিরামপুরে
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বাস্তবায়নাধিন ‘প্রত্যাশা বাংলাদেশ’ এনজিও’র আয়োজনে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুন) সকাল ১০ টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ঝরে পড়া শিশু বিষয়ে অবহিত করণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু ও মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, কৃষি অফিসার নিকছন চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম প্রমুখ।
অঅবহিত করণ কর্মশালায় প্রাণি সম্পদ অফিসার ডা: এআরএম আল মামুন, মৎস্য অফিসার কাওসার হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের সহকারী পরিচালক পারভেজ কবীর খান, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply