বিরামপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
এস এম মাসুদ রানা বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি-
বিরামপুরে মঙ্গলবার ভোরে (৫ এপ্রিল) ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। জিআরপি হিলি আইসি’র উপ-পরিদর্শক কায়কোবাদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪.৩৫ মিনিটে বিরামপুর রেলস্টেশন অতিক্রম কালে লাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা মাজেদা খাতুন (৬০) নিহত হয়েছেন। এব্যাপারে পার্বতীপুর জিআরপি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে কোন অভিয়োগ না থাকায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মাজেদা খাতুন রেলস্টেশন এলাকায় ঘুরাঘুরি করছিলেন। তিনি উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
Leave a Reply