বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

বিরামপুরে নদীতে গোসল করতে গিয়ে ১ যুবক নিখোঁজ

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে নদীতে গোসল করতে গিয়ে নদীতে এসএ রাব্বী (১৮) নামের একজন মিষ্টি কারখানার শ্রমিক নিখোঁজ হয়েছে। নিখোঁজ এসএ রাব্বী নীলফামারী সদর উপজেলার মো: সাদা মিয়ার ছেলে।

বুধবার (২২ জুন) দুপুরে বিরামপুর পশুহাট সংলগ্ন ছোট শাখা যমুনা নদী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্বার অভিযানে নেমেছে বিরামপুরে ফারার সার্ভিস ষ্টেশনের কর্মীরা।

মুহূর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়লে যমুনা নদীর পাড়ে হাজারো লোকের ভিড় করে। স্থানীয় ফায়ার সার্ভিস দিয়ে নদীতে খোঁজাখোঁজির পর এখনো সন্ধান পাওয়া যায়নি।

এবিষয়ে ফায়ার সার্ভিসের লীডার সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছি। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
সন্ধ্যা হওয়ায় এখন উদ্ধার তৎপরতা স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে রংপুর থেকে ডুবুরী দল আসবে আমরাসহ আবার উদ্ধার তৎপরতা শুরু করা হবে।

এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক প্রমুখ।