বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যে সোমবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হওয়া আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, সফল আত্মকর্মী মনোহর বাদশা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম প্রমূখ।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণকারী ১০জনকে যুব ঋণের চেক বিতরণ ও একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।