এস এ মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠানের দিন অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ হয়েছেন বদরুজ্জামান বদি (২০) নামের এক প্রতিবন্ধ ছেলে।
নিখোঁজ বদরুজ্জামান বদি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বদির বাবা মিজানুর রহমান ও প্রতিবেশি ফেরদৌস হোসেন সাংবাদিকে জানান, বদরুজ্জামান বদি জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধি সে কথা বলতে পারে না, গায়ের রং উজ্জল শেমলা। গত ১৫ আগষ্ট ২০২২ জাতীয় শোক দিবসের দিন গ্রামের অন্যান্ন ছেলেদের সাথে বিরামপুর শোক দিবস অনুষ্ঠানে যায় সেই থেকে আর বাড়ি ফিরে আসে নাই অনেক জাগায় খোজা খুজি করেও তার কোন খোঁজ পাওয়া যায় নাই এমনকি বিরামপুর থানায় জিডিও করা হয়েছে। যদি কোন সহদয় ব্যাক্তি খোঁজ পেয়ে থাকেন তাহলে এই মোবাইল নাম্বারে জানাবেন 01751067283।
বদির বাবা আরো জানান, আমার ৩ ছেলে ২ মেয়ের মধ্যে বদি ছিল সবার বড় সে খুব ভালো এবং ভদ্র কার সাথে খারাপ ব্যবহার করত না নিজের খেয়াল মতো চলত।
Leave a Reply