এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,
বিরামপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন২০২১ এর নির্বাচনী প্রার্থীদের সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এঁর সভাপতিত্বে প্রশাষনের সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাননে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বারী-উল করিম খান।
উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আব্দুল লতিফ এঁর সঞ্চালনায় মতবিনিময় সভায় অত্র উপজেলার সকল ইউনিয়নের নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিতের বিষয়ে গঠনমুলক বক্তব্য রাখেন জেলা নির্বাচনী কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমানিক, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহিদুন্নবী, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ড, নূরল ইসলাম, উপজেলা নির্বাচনী কর্মকর্তা মেরাজ হোসেন, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভারপ্রাপ্ত কর্মকর্তা খাতিজা খাতুন প্রমূখ।।