শনিবার , ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিরামপুরে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেল্প) কর্মসূচি’র আওতায় দিনাজপুরের বিরামপুরে সাংবাদিক, ইমাম, কাজী, শিক্ষক ও সমাজকর্মীদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ব এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ব্রাক আয়োজিত বাল্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মুহসিয়া তাবাসসুম, থানার উপ-পরিদর্শক এরশাদ মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা তাহেরা খাতুন, ব্র্যাকের ডেপুটি ম্যানেজার সেলিম রেজা, সেল্প অফিসার তারাজিনা একা, উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধে জনসচেতনতা বড়ানো ও বাল্য বিয়ে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান