বিরামপুরে বিদ্যুৎ সাশ্র্রয়ে সরকারি নির্দেশনা প্রতিপালনের নির্মিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- (সোমবার ২৫ শে জুলাই) দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সভাপতিত্বে বিরামপুরে জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা প্রতিপালনে নিমিত্তে মতবিনা সভা অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি নির্দেশনা মতে রাত আটটার মধ্যে শপিংমল বন্ধ সহ বিভিন্ন যানবাহনের জ্বালানি সাশ্রয়ী হওয়ার সরকারি নির্দেশে অংশ হিসাবে এবং জনগণকে উদ্বুদ্ধকরণের নিমিত্তে জ্বালানি সাশ্রয় ও বিদ্যুতের অপব্যবহার রোধে বিশ্বব্যাপী জ্বালানি সংকট উত্তরণে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত, উপজেলা ভাইস মেজবাউল ইসলাম, উম্মে কুলসুম বানু, উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল, সহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন পৌরসভার ব্যবসায়ী সংগঠন শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ . সকল সাংবাদিক বৃন্দসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply