শনিবার , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে সমবায় দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

৬ইং (নভেম্বর) শনিবার সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুরে বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন ও প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিরামপুর উপজেলা সমবায় অফিস এর আয়োজনে ৫o তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তলোনের পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা সমবায় অফিসার আল মামুন, বিরামপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক সাংবাদিক মশিহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইজিবাইক মালিক-চালক সমবায় সমিতির সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ধানজুড়ি এগ্রিকালচার কো-অপারেটিভ সোসাইটির সভাপতি কেরবিন হেমব্রম, ইজিবাইক মালিক-চালক সমবায় সমিতির সম্পাদক মুরাদ হোসেন প্রমূখ।

অনুষ্ঠান শেষে মোন্নাপাড়া সুরভী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং ধানজুড়ি এগ্রিকালচার কো-অপারেটিভ সোসাইটিকে এবছরের শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কারের পাশাপাশি বিরামপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমকে শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার প্রদান করা হয়।