শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তজার্তিক নারী দিবস।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা মহিলা অধিদপ্তর অফিস হতে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম রাজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারথ জাহানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহসিয়া তাবাসসুম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহুল মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ,বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান , বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, এশিয়ান টিভির বিরামপুর প্রতিনিধি মানিক হোসেন, ইত্তেফাক পত্রিকার বিরামপুর প্রতিনিধি নজরুল ইসলাম, যায়যায়দিন পত্রিকার বিরামপুর প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, সিনিয়র সাংবাদিক আজহারী ইমাম প্রমুখ ৷