মঙ্গলবার , ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে দিনাজপুরের বিরামপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।

শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে নিরাপদ মাতৃত্ব দিবসের আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালী অনুষ্টিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ এবিএম শাহরিয়ার ফেরদৌস হিমেল, ডাঃ শাহরিয়ার পারভেজ, সিনিয়র নার্স মোর্শেদা বেগম, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, নার্স শিউলী হেমরম, নার্সিং সুপার ভাইজার হোসনে আরা, মিডওয়াউফ বিলকিস বেগম, এমটি ইপিআই মাসুদ রানা, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল প্রমূখ।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্স ও স্টাফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।