বৃহস্পতিবার , ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে সফর, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা-অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ব
এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত ভোক্তা অধিকার সংরক্ষণ সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া, বীরমুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ড হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইনতিয়াজ আহমেদ কামাল প্রমুখ।

এসময় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ,এলাকার সুধীজন, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণ, শিক্ষক,গণ্যমান্য,ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।