মঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ভ্রাম্যমান আদালতে একজনের অর্থদণ্ড

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে ইজারা না নিয়ে খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

(২৩ শে) জুন শুক্রবার দুপুরে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল উত্তর ভগবতীপুর এলাকার মৃত. একাব্বার আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকবিনোদ মৌজার খাস খতিয়ানভুক্ত ১৬ নম্বর দাগে জমিতে দীর্ঘদিন ধরে ইজারাবিহীন বালু উত্তোলন করছেন রেজাউল করিম নামে এক ব্যক্তি। এমন অভিযোগে শুক্রবার দুপুরে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রেজাউল করিমকে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।

ইউএনও নুজহাত তাসনীম আওন বলেন, সরকারি জমি থেকে ইজারা না নিয়েই সবার অগোচরে স্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।