দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফয়সাল হোসেন
(২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত।
শুক্রবার (২৪ শে জুন) সন্ধা ৭ ঘটিকায় দিনাজপুর-গবিন্দগঞ্জ মহা
সড়কের বিরামপুর বেলডাঙ্গা মোড়ে –এই দুর্ঘটনা ঘটে। নিহত
ফয়সাল হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তরপনঘাট গ্রামের
মোশারফ হোসেন এর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুইটি মোটরসাইকেল পাশাপাশি খুবই
দ্রæতগতিতে যাচ্ছিল এমন সময় হঠাৎ একটি ইজিবাইকের সাথে
নিহত ফয়সালের মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে পড়ে যায়। এই সময়
একটি অটোভ্যানে করে মোটসাইকেল আরোহি ফয়সালকে বিরামপুর
স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় তার
মৃত্যু হয়। কর্তব্যরত ডাক্তার সামছুজ্জামান মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয়ে স্বাস্থ্য কমপ্রেক্সের ডাক্তার সামছুজ্জামান বলেন দুর্ঘনায়
প্রচুর রক্তক্ষরনের জন্যই স্বাস্থ্য কমপ্রেক্সে আসার পরেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন দিনাজপুর-গবিন্দগঞ্জ
মহা সড়কের বিরামপুর বেলডাঙ্গা মোড়ে –এই দুর্ঘটনা ঘটে। নিহত
ফয়সাল হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার তরপনঘাট গ্রামের
মোশারফ হোসেন এর পুত্র। দুইটি মোটরসাইকেল যোগে চার বন্ধু
বিরামপুর এলাকায় ঘুরতে আসে। মোটরসাইকেল নিয়ে
প্রতিয়োগিতা করতে গিয়ে হঠাৎ ইজিবাইকেল সাথে ধাক্কা খেয়ে
ফয়সাল নামে এক ছাত্র নিহত হয়।
তবে তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ
স্বজনদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply