বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ইং মার্চ জাতীয় দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

সোমবার (৭মার্চ) সকালে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে বিরামপুর পৌর মেয়রের নেতৃত্বে পৌর পরিষদ ও বিরামপুর প্রেসক্লাবের
সাংবাদিকবৃন্দ এবং বিরামপুর মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশাল
ফুলের মালা বঙ্গবন্ধু ম্যূরালে অর্পন করেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠণ বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পন করেন।

অপর দিকে বীরমুক্তিযোদ্ধাগণ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর ম্যূরালে এবং উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্পমাল্য অর্পন শেষে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,পুরুষ্কার বিতরণী ও সাংকৃতিক অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,
বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার ও উপাধ্যক্ষ মেসবাউল হক, বীরমুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ড হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এলাকার সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।