দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু দলীয় কার্যালয়ে
কেক কেটে আওয়ামীলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
এসময় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম- সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার,
বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply