শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে শিক্ষার উন্নয়নে শির্ষক মতবিনিময় ও আলোচনা সভা

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

“শিক্ষা জাতির মেরুদণ্ড” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে “শিক্ষার উন্নয়ন সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৮ জুন) বেলা ১১টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে শিক্ষার উন্নয়ন সমম্বিত শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর,বিশেষ অতিথি রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল তালেবুল ইসলাম সরকার, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী প্রমুখ।

 

প্রধান অতিথি অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর (অতিরিক্ত সচিব) মোঃ হুমাউন কবীর বলেন, একমাত্র সূ-শিক্ষায় দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এরই ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যেক শিক্ষার্থীকে বাস্তবতার উপর পাঠদানের পরামর্শ প্রদান করেন। তিনি আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও প্রতিষ্ঠানের এসএমসি সদস্যদেরও সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই শিক্ষার্থীরা মানসন্মত শিক্ষা অর্জন ভবিষ্যতে এদেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

উক্ত শিক্ষার উন্নয়নে শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভায় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।