বুধবার , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিজিবি সদস্যদের বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, সোমবার (২৯ শে নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদক দ্রব্য গুলো হল পিস ৩৫ হাজার ফেনসিডিল , ৪ হাজার পিস ইয়াবা ,১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ ,যৌন উত্তেজক সিরাপ ৩৩ হাজার পিস এবং ১৩০০০ প্রিস এম্পল , এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার ,দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি ২৯ বিজিবি ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শরিফুল উল্লাহ, উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু , উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী আরো অনেকে৷

উল্লেখ্য ২০১৯সালের ১লা নভেম্বর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে এসব মাদকদ্রব্য জব্দ করে।