এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে চার জনকে জুয়াড়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বুধবার(২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এস আই বাবুল হোসেন ও এএসআই আব্দুল খালেক সঙ্গী ফোর্সসহ উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকহরিদাসপুর গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলার আসরে অভিযান চালান। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত ৪ জুয়াড়ী হলেন, বিরামপুর উপজেলা ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকহরিদাসপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মমতাজুল ইসলাম (৬১), মৃত উদয় বাবুর ছেলে অতুল চন্দ্র রায় (৬৫), মৃত কিনাজ উদ্দিনের ছেলে ওমর আলী (৫২), শামসুদ্দিনের ছেলে রেজাউল করিম (৪৮)।
প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক জুয়াড়ীকেই ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ১৮৬৭ প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় চার জুয়াড়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
Leave a Reply