বিরামপুরে ৬০ জন অসহায়রা পেলো বন্ধু মহলের সেমাই চিনি

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

ঈদ মানেই আনন্দ,ঈদ মানেই খুঁশি। আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল ফিতর। মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব এই ঈদ-উল ফেতর। আর ঈদে আনন্দ উল্লাসে মেতে উঠবে অনেকেই। তবে গরিব অসহায় ও দুস্থ মানুষদের এই আনন্দ ভাগাভাগী করে নিতে পাশে দাড়িয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ”বন্ধু মহল” নামে সেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (২৯ এপ্রিল) রাত্রি সাড়ে ৭টায় বিরামপুর রেল ষ্টেশন চত্বরে বিরামপুর পৌর শহরের রেলকলনী এলাকার নয়ন মিয়ার নেতৃত্বে বন্ধু মহলের সহযোগিতায় ৬০ জন অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার পোলাইয়ের চাল, সেমাই, চিনি, গুড়াদুধ ভোজ্য তেল ও সাবান বিতরণ করা হয়। এসময় বন্ধু মহলের উদ্যোক্তা নয়ন মিয়া, এবিএম আমিনুল ইসলাম, আনসারুল মিয়া,হাসান আলী স্বর্ণকার, বাবুল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্ধু মহলের উদ্দ্যাগতা নয়ন মিয়া বলেন,যেকোনো আনন্দ উৎসবে গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *