শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে ৭টি ইউপি নব-নির্বাচিত সদস্যগণের জন্য ৩ দিনব্যাপি ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অবহিত করণ কোর্স

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যগণের জন্য ৩ দিনব্যাপি ইউনিয়ন পরিষদ সংক্রান্ত অবহিত করণ কোর্স শুরু হয়েছে।

গতকাল রবিবার (২৭ মার্চ) সকালে উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে নব-নির্বাচিত সদস্যগণের এই অবহিত করণ কোর্স শুরু হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কোর্সের উদ্বোধন করেন, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, বিরামপুর প্রেসকাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।

এসময় উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যগণ,ট্রেনাইবৃন্দসহ আরো অনেক উপস্থিত ছিলেন।