বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বিরামপুরে ৭ টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ৩১৬ টি মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর),

প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিতব‍্য ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নভেম্বর শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন জানান, ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ২২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, ১নং মুকুন্দপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আব্দুল লতিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ, ২নং কাটলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ইউনুছ আলী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজির হোসেন, আতাউর রহমান ও মনছুর আলী, ৩নং খাঁনপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চিত্ত রঞ্জন পাহান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মশিউর রহমান আবু ও লোকমান হাকিম, ৪নং দিওড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ও আব্দুল মালেক মন্ডল, ৫নং বিনাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অ‍্যাডভোকেট হামিদুল ইসলাম ও হুমায়ুন কবির বাদশা (৫নং বিনাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দেওয়া হয়নি), ৬নং জোতবানী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত হাসুন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল ও মেহেদী হাসান এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান রহমত আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল ও শাহানুর আলম।
বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪ হাজার ৫ শত ২২জন।

এদের মধ‍্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৫ শত ৯ জন এবং নারী ভোটার ৫২ হাজার ১৩ জন।