শুক্রবার , ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিরামপুর আদর্শ হাইস্কুলে বই উৎসব পালন

প্রকাশিত হয়েছে-

এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর উপজেলায় ১ জানুয়ারি, রোববার, সকাল ১১ টায়, আদর্শ হাইস্কুলে বই উৎসব উদযাপন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ডক্টর এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) উম্মে কুলসুম বানু। বিদ্যালয়ের শিক্ষক সুলতান মাহমুদ আস সাদিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকছেদ আলী চৌধুরী, আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরীনা পারভীন ও সহকারী শিক্ষক এহসানুল হক প্রমুখ।#

ক্যাপশন: বিরামপুর আদর্শ হাইস্কুলে বই বিতরণ করছেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) উম্মে কুলসুম বানু।