দিনাজপুরের বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন সোমবার সকাল ১০ টায় আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার উপরে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু , পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, আনসার ভিডিপি কমান্ডার তাহেরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমানপ্রমুখ।
এসময় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ,এলাকার বীর মুক্তিযোদ্ধা গন সুধীজন, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণ, শিক্ষক,গণ্যমান্য,ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply