বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুর সীমান্তে মাদক সহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুরে ভারত সীমান্ত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দিদারুল ইসলাম (২৬) নামের এক যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক দিদারুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার (ভারত) ভভিমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাইগর ক্যাম্পের সুবেদার মজির হোসেন।

জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১১মে) সকালে ভারত বাংলাদেশ সীমান্তের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দিদারুল ইসলামকে আটক করে ভাইগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকেলে আটক ভারতীয় নাগরিক দিদারুলকে থানায় সোপর্দ করেন (বিজিবি)। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।