বুধবার , ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

বিশেষ প্রতিনিধি,

পবিত্র মাহে রমজান উপলক্ষে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মানবিক, জনবান্ধব ব্যক্তি মোঃ আব্দুল জলিল-এর নিজ উদ্যোগে ২২তম ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

২৪ এপ্রিল”২০২২ইং রবিবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুতাবাদি পাড়া আমতলা জামে মসজিদে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও পরিছন্ন রাজনীতিবিদ মোঃ হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মোঃ রিজু সহ আরও অনেকেই।

এই মহতি উদ্যোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল জলিল বলেন, মানবিক ভাবে সমাজের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। একজন রোজাদারকে ইফতার করানোর মধ্যেও আত্মতৃপ্তি আছে। তিনি সমাজের বিত্তবানদের এসকল ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানান।

এই মানবিক দৃষ্টান্তের মডেল হিসেবে আব্দুল জলিল এর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।