ইমরান তাওহীদ রানা:- বার্তা সম্পাদক,
১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস সারাদেশের ন্যায় কক্সবাজারের ঈদগাঁওতেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১’ পালিত হয়েছে।
আজ সকাল ৯টায় ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার এর আয়োজনে ঈদগাঁও নিউ মার্কেট থেকে সচেতনতা র্যালী বের হয়ে বাজার ও স্টেশন পদক্ষিন করে।
সহযোগীতায় যে সংগঠন গোলা ছিলেন ফারিয়া, বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার্স সোসাইটি, সেবা ব্লাড ডোনার্স সোসাইটি, ইসলামপুর ব্লাড ডোনার্স এন্ড জনকল্যাণ সোসাইটি, নতুন অফিস ব্লাড ডোনার্স সোসাইটি, ঈদগাঁও অক্সিজেন ব্যাংক, ঈদগাহ মানবিক ফাউন্ডেশন, মানব সেবা সোসাইটি এই সব সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই র্যালী সম্পন্ন হয়।
র্যালী পরবর্তীতে হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলীর সভাপতিত্বে হাসপাতাল প্রাঙ্গনে আবু বক্করের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি হিসেবে অংশ নেন- ডাক্তার রাজু আহমেদ, মোজায়েন হোসেন, ম্যানেজার আবু বক্কর ফরাজী, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগরসহ অনেকে।
স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি হয়ে অংশ নেন বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার’স সোসাইটির প্রতিষ্ঠাতা আফরাহি হুসেন মাহিন, ঈদগাঁও অক্সিজেন ব্যাংকের নাছির উদ্দীন প্রতিনিধি সেবা ব্লাড ডোনার্স সোসাইটি এডমিন মিসবাহ উদ্দিন নাহিদ, ইসলামপুর ব্লাড ডোনার্স এন্ড জনকল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজিম মিন্টু, নতুন অফিস ব্লাড ডোনার্স সোসাইটি এডমিন সফি উল করিম স্বপ্নীল, ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের এডমিন মনির আহমেদ, মানব সেবা সোসাইটির প্রধান সমন্বয়ক রাশেদ কামাল রাসেলসহ অনেকে,
উক্ত র্যালীতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন সংগঠনের বিপুল স্বেচ্ছাসেবীরা অংশ নেন।