শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশন এর উদ্যোগে রক্ত গ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পিং সম্পুর্ণ

প্রকাশিত হয়েছে-

ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

“যদি প্রস্তুত থাকে দুইজন রক্তদাতা,থাকবে গর্ভবর্তী মায়ের প্রাণের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনের রেখে ব্যাক্তি সচেতনতা, সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার অভিপ্রায়ে রক্ত গ্রুপ নির্ণয় এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পিং কর্মসুচী সম্পন্ন হয়,

৯ নভেম্বর সকাল ১০টায় ঈদগাহ শাহ জব্বারিয়া
আদর্শ দাখিল মাদ্রাসা হলরুমে সুপার মাওলানা মনছুর আলম এর সভাপতিত্বে সংগঠনের আজীবন সদস্য এম আবু হেনা সাগরের পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামুলক বক্তব্য রাখে,
ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামে সহ সভাপতি, মিডওয়াইফারী রেহেনা নোমান কাজল।

এতে স্বাগত বক্তব্য রাখেন- বৃহত্তর ঈদগাহ পথ শিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা,

উপস্থিত ছিলেন- সাবেক ব্রাক কর্মকতা নোমান, শিক্ষক আবদুল গফুর,সংগঠন আজীবন সদস্য মাহবুব আলম মাবু, সদস্য আরাফাত হোসেন, নয়ন রাজ,আবদুল্লাহ নুর,মোঃফাহিম,মিজবাহ উদ্দীন সাগর,রিয়াদহারুনুর রশিদ জীবনসহ আরো অনেক,

সচেতনমুলক আলোচনা সভা শেষে প্রায় দুইশ তাধীক শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরি বেশে ও আগ্রহতার সাথে ছাত্র-ছাত্রীরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি গ্রুপ কার্ডে সংরক্ষন করেন।

উল্লেখ্য, এই সংগঠন তিন বছর ধরে মুর্মুষ রোগী দেরকে রক্তদানসহ নানান সামাজিক কর্মকান্ডে সম্পৃত্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো একধাপ এগিয়ে নিয়েছেন