শনিবার , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২২শে সফর, ১৪৪৭ হিজরি

বড়হাতিয়া এক অসহায় পরিবারের বাড়ী আগুনে পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে-

আবুল কালাম আজাদঃ- চট্টগ্রাম,

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জংগলি পীর পাড়া জাফরের দোকান সংলগ্ন আলি আহমেদ(প্রকাশ ফরিদ্দার মার বাড়ি) আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

আলি আহমদ জানান ১৬ ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে জীবিকা নির্বাহ করার জন্য লাকড়ি কাটার উদ্দ্যেশে বের হয়ে পাহাড়ে চলে যাই, বিকালে বাড়িতে এসে দেখি আমার বাড়ি ও তার মধ্যে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে এখন আমি নিঃস্ব থাকার মত বাড়ি নেই খাওয়ার মত খাদ্য নেই।

প্রতক্ষদর্শীরা জানান সকাল ১১ টায় তার বাড়ি থেকে আগুনের ধোঁয়া দেখে আমরা এগিয়ে গিয়ে দেখি দাও দাও করে আগুন জ্বলতেছে, আমরা পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করলে ততক্ষণে পুরো বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

বড়হাতিয়া ৮ নং ওয়ার্ড এর মেম্বার রফিক জানান আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি তিনি অত্যান্ত গরীব অসহায় তার বিপদে সবার এগিয়ে আসা উচিত। আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি সকলকে আহবান জানাই এই বিপদে তাকে সাহায্য করার জন্য।