শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে! চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

প্রকাশিত হয়েছে-

ভর্তি চলিতেছে! ভার্তি চলিতেছে!
চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

ওমর ফারুক উখিয়াঃ-

কক্সবাজার জেলা উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈঠা নতুন পাড়া কারিমিয়া দারুল উলুম মাদ্রাসায় নাজেরা,প্রি-হিফ্জ ও হিফ্জুল কোরআন ভিবাগের ভার্তি চলছে।

আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
♦️দক্ষ প্রশিক্ষক দ্বারা পাঠদান।
♦️২.৩বছরের মধ্যে হিফ্জ শেষ করা।
♦️অযোগ্য ছাত্রদের যোগ্য করে তোলা।
♦️বাংলা, ইংরেজি, গণিত পাঠদান।
♦️১০-২০জন ছাত্রদের জন্য একজন শিক্ষক।
♦️আবাসিক থাকার সু ব্যবস্তা।
♦️সর্বোক্ষনিক ত্ত্ত্বাদান করা।
♦️সাপ্তাহিক রিপোর্ট করা ইত্যাদি।

ভর্তি সংক্রান্ত তথ্যঃ-
?ভর্তির কোটা পূর্ণ হওয়ার পর ভর্তি বন্ধ।
?নির্দিষ্ট কোটার পর ভর্তি করা হবে না।
?ভর্তিচ্ছুক ছাত্রদের ২৫ এপ্রিল থেকে১০ই মে’ ২০২২ইং ভেতর যোগাযোগ করতে হবে।
?২৫শে এপ্রিল থেকে ভর্তির ফরম বিতরণ করা হবে।
?১০এ মে’র মধ্যে ফরম পিলাব করে জমা দিতে হবে।
?ছাত্র ও অভিভাবকদের ২কপি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যয় জমা দিতে হবে।
? ছাত্র ও অভিভাবকদের জন্য জন্মনিবন্ধন / এন, আইডি কার্ডের পটো কপি জমা দিতে হবে।
আসোন,সংখ্যা সীমিত হওয়ায় অতিসত্বর যোগাযোগ করোন।
যোগাযোগঃ- 01817-353589
01817-118294