শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ‍্যানেল বন্ধ

প্রকাশিত হয়েছে-

মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধিঃ

ভারতীয় স্টার গ্রুপের পাঁচ চ্যানেলের পরিবেশক জাদু ভিশনের স্বেচ্ছাচারি মনোভাবের প্রতিবাদে ভারতের ওই স্টার চ্যানেলগুলো বাংলাদেশে প্রদর্শন বন্ধ করার ঘোষণা দিয়েছে ক্যাবল অপারেটর্স অব বাংলাদেশ (কোয়াব)।

গত বুধবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তারা স্টার এর এই পাঁচটি চ্যানেলকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে কোয়াবের প্রেসিডেন্ট এসএম আনোয়ার পারভেজ এক বিবৃতিতে বলেন, পুরো দেশব‍্যাপী ক্যাবল অপারেটরদেরকে উক্ত চ্যানেলগুলো প্রদর্শন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে অনেক ক্যাবল অপারেটর এই চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছেন এবং অন্যরাও প্রক্রিয়াধীন আছেন।

এই ঘটনার পূর্বে গত ২৮শে অক্টোবর একটি সংবাদ সম্মেলন করে কোয়াব জাদু ভিশনের এমন সেচ্ছাচারি আচরণের প্রতিবাদ করেছিলেন।