মঙ্গলবার , ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতে আটক বাঁশখালীর ৩২ জন জেলে পরিবারে প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ‘এফভি সোনার মদিনা-২’ ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারী তারা ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বলে নিশ্চিৎ করেন বোট মালিকপক্ষ। আটককৃত জেলেদের উদ্ধারে বাঁশখালী উপজেলা প্রশাসন উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও দীর্ঘ ২৫ দিন অতিবাহীত হলেও ফেরত আনতে সক্ষম হয়নি।

এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিলকূপ ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটককৃত বাঁশখালীর শীলক‚প ইউনিয়নের ৩২ জন জেলে পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ রহিম উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, ছাত্রনেতা মিজান সিকদার প্রম‚খ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আটককৃত জেলেদের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা করা যাচ্ছে আটককৃত জেলেরা অচিরেই মুক্তি পাবেন এবং নিরাপদে দেশে ফেরত আসবেন।l