ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জনগন ভোট ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না প্রশাসনের মাধ্যমে সরকার টিকে আছে। প্রশাসনকে ব্যবহার করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে আছে। তিনি বলেন,এ অবস্থা সরকার সৃষ্টি করে প্রশাসনকে দলীয়কাজে ব্যবহার করছে। সাংবিধানিক বিভাগগুলোকে সরকার নিজেদের স্বার্থে যা ইচ্ছে ব্যবহার করছে। সর্বত্র দলীয়করণে সরকার সকল ইতিহাস ব্রেক করছে। কাজেই সরকারকে দেশের জনগণ আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে সরে দাড়ালেই সরকারের জন্য মঙ্গল হবে।
আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর সদর থানা শাখা আয়োজিত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
থানা সভাপতি, মাওলানা জাহিদ হাসানের সভাপতিত্বে সেক্রেটারি, তানভীর আহমেদ বেলাল মোল্লার সঞ্চালনায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়াম এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
Leave a Reply