Warning: Creating default object from empty value in /home/ukhiyavoice24/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29 ভোলার লালমােহনে লকডাউন অমান্য ও মাস্ক না থাকায় ১৬ জনের জরিমানাভোলার লালমােহনে লকডাউন অমান্য ও মাস্ক না থাকায় ১৬ জনের জরিমানা – UkhiyaVoice24.Com
clients@ukhiyavoice24.com : UkhiyaVoice24 : সাকিব খান
ভোলার লালমােহনে লকডাউন অমান্য ও মাস্ক না থাকায় ১৬ জনের জরিমানা
চালিয়ে যাও
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
সাহিদুর রহমান , লালমােহন (ভােলা) প্রতিনিধিঃ
ভােলার লালমােহনে লকডাউন অমান্য করে দোকান খােলা রাখার দায়ে ৮ জন ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘােরাঘুরির কারণে ৮জন পথচারী কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে লালমােহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, সরকার কর্তৃক ঘােষিত লকডাউন অমান্য করায় ৮ ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘােরাঘুরির কারণে ৮ পথচারী কে বিভিন্ন অংকে মােট ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply