মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: রেজাউল আজিম:- বাবাঁশখালী-প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালী উপজেলাস্থ পশ্চিম মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে জুমাবার সকাল ১০ টা থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার থেকে অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলের আজ দ্বিতীয় দিনে ৩ ফেব্রুয়ারি সকাল থেকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রথম দিন আলোচনা করেছেন, আল্লামা মুফতি জসিম উদ্দিন, হাটহাজারী বড় মাদ্রাসা। আল্লামা ফরিদ আহমদ আনছারী, মহাদ্দিস দারুল মা’আরিফ মাদ্রাসা চট্টগ্রাম। মাওলানা সৈয়দুল আলম কুতুবী, মাওলানা আনিছুর রহমান মেখল মাদ্রাসা, সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, পরিচালক বাঁশখালী মডেল মাদ্রাসা। মাওলানা ইমাম জাফর কক্সবাজার, মাওলানা আনিছুর রহমান, পরিচালক মনকিচর বড় মাদ্রাসা। মুফতি হেলাল উদ্দিন, শিক্ষক মনকিচর মাদ্রাসা। মাওলানা মোয়াজ্জেম হোসেন ফটিকছড়ি।

আজ দ্বিতীয় দিন সকাল ১০ টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের ক্বেরাত, হিফয ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, ক্বারি জাকারিয়া, শিক্ষক মনকিচর বড় মাদ্রাসা। হাফেজ এরশাদ, শিক্ষক দারুল মা’আরিফ মাদ্রাসা চট্টগ্রাম।শিল্পী আজগর হোসাইন ফাহিম, শিল্পী আব্দুল্লাহ আল মামুন, শিল্পী মোঃ রেজাউল আজিম, মাওলানা সেলিম, শিক্ষক মনকিচর তা’লীমুল কোরআন মহিলা মাদ্রাসা। এতে আরও উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আতিকুর রহমান,মাওলানা আব্দুর রহিম, মাওলানা মনছুর আলম, মাওলানা হাসান, মাওলানা ফিরোজ।

সুন্দর ও সুষ্ঠুভাবে দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা জুমার নামাজের পূর্বে সমাপ্ত ঘোষণা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *