শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহান বিজয় দিবস ও পালং জেনারেল হাসপাতালের ১ বছর পূর্তি উপলক্ষে ফ্রি খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয়

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পূর্তি উপলক্ষে ফ্রি খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর আয়োজন করেন উখিয়ার কুতুপালং এর পালং জেনারেল হাসপাতাল।

উক্ত কর্মসূচীর শুভ উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রিয় জননেতা, জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মেম্বার ৯ নং ওয়ার্ড, ইন্জিনিয়ার জনাব হেলাল উদ্দিন, স্বাগত বক্তব্য প্রদান পালং জেনারেল হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়াউর হক আজাদ এবং সঞ্চলনা করেন কুতুপালং পালং জেনারেল হাসপাতালের ডিরেক্টর ডাঃ জহির আহম্মেদ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়গণ ফ্রি খৎনা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর কার্যক্রম প্রত্যক্ষভাবে পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, পালং জেনারেল হাসপাতাল বিজয়ের এই মহান মাসে, বিজয়ের ৫০ বছরে এই কর্মসূচী আয়োজন করে মানবতার দৃষ্টান্ত স্হাপন করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, এই হসপিটাল অল্প সময়ের মধ্যে যেসব সেবা ও চিকিৎসা প্রদান করে নজির স্হাপন করেছেন এবং এই সুনাম ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।