বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশিত হয়েছে-

মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::

“মুজিব বর্ষের পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন‍্যায় মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভার আয়োজন করে মহেশখালী থানা।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে মহেশখালী থানার আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা সভাকক্ষে এক আলোচনা সভা মিলিত হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মহেশখালী কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী, মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আব্দু রাজ্জাক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এম. আজিজুর রহমান বিএ, সাধারণ সম্পাদক রিদোয়ান রাশেল, কুতুবজোম ইউপি চেয়ারম্যান এড শেখ কামাল।

এসময় বক্তারা বলেন, “মহেশখালী থানা এলাকাকে শতভাগ নিরাপদ রাখতে জনগণের সহযোগীতা দরকার। পুলিশ জনতা, জনতা পুলিশ এই স্লোগান নিয়ে সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা, আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।”

এ অনুষ্ঠানে মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাওলানা ইউনুস, সেক্রেটারি আ ন ম হাসান, মহেশখালী পৌর কাউন্সিলর জনি মং, কাউন্সিলর খাইর হোসেন, কাউন্সিলর কাজী মোতাহের হোসেন, কাউন্সিলর আবু তাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ সহ মহেশখালীর বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে আলোচনা সভায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পুলিশী সেবা প্রাপ্তি সম্পর্কে পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করেন। বিপরীতে সেইসব প্রশ্নের উত্তর দেন কর্মকর্তাগণ এবং জনগণকে আশ্বস্ত করেন সঠিকভাবে পুলিশী কার্যক্রম চালাবেন।

বার্তা প্রেরক-
মিছবাহ উদ্দীন আরজু
(মহেশখালী)
মোবাঃ 01811323339