মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)।
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় প্রতি পক্ষের হামলার আহত হামিদ বক্সের ছেলে জাফর আলম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম (চমেক) হাসপাতালে মৃত্যু বরণ করেছে। আজ ২৫ মার্চ শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে নিশ্চিত করেছেন মহেশখালী থানা পুলিশ।
সুত্রে জানা যায়- গত ১৮ মার্চ (শুক্রবার) রাতে মসজিদে নামাজের শেষে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে পতিপক্ষের হামলায় ৪/৫ জন গুরুতর আহত হয়। এসময় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। আহত জাফর আলমের অবস্থা গুরুতর হলে তাকে চট্টগ্রামে রেফার করা হয়। চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, জমি বিরোধ নিয়ে বড় মহেশখালীর পাহাড়তলি এলাকায় একটি মারামারির ঘটনায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে হওয়া মামলার মাধ্যমে পরবর্তী আইনগত উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
বার্তা প্রেরক-
মিছবাহ উদ্দীন আরজু
(মহেশখালী)
মোবাঃ 01811323339