বুধবার , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি

মাদ্রাসার ভূমি দখল করতে ভূমিদস্যুদের মাদ্রাসার গেইটে তালা = উখিয়া ভয়েস ২৪ ডটকম

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
(চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

চট্টগ্রামের জালালাবাদ তা’লীমুল কুরআন মাদরাসার ভূমি অবৈধভাবে দখল করতে মাদরাসার প্রধান গেইটে ভূমিদস্যুদের তালা

দীর্ঘদিন থেকে জালালাবাদ তা’লীমুল কুরআন মাদরাসার বিরুদ্ধে মিথ্যা পাহাড় কাটা মামলায় ব্যর্থ হয়ে অবশেষে স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে মাদরাসার ভূমি অবৈধ দখল করতে মাদরাসার প্রধান ফটকে গভীর রাতে লোহার গেইট লাগিয়ে মাদরাসায় ঢুকার পথ বন্ধ করে দিয়েছে। ফলে দীর্ঘ দুই যুগের বেশি দ্বীনি প্রতিষ্ঠান জালালাবাদ তা’লীমুল কুরআন মাদরাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সন্ত্রাসীরা সারাক্ষণ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদেরকে প্রাণনাশের হুমকিসহ সশস্ত্র মহড়া দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দু’টি থানায় দু’টি অভিযোগ দায়ের হলেও রহস্যজনক কারণে তা আমলে নিচ্ছে না পুলিশ প্রশাসন।

অত্র দ্বীনি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সচল রাখতে ও শিক্ষক-শিক্ষার্থীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ কামনা করছি।

নিবেদক
জালালাবাদ তা’লীমুল কুরআন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ এলাকাবসিসহ সর্বস্তরের জনসাধারণ।