মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মানবতার সেবায় নিয়োজিত কোটবাজার অরিজিন হাসপাতাল, স্হান পরিবর্তন করা হবে

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারি সেবামুলক প্রতিষ্ঠান, উখিয়ার বাণিজ্য কেন্দ্র ও ব্যস্ততম শহর কোটবাজার স্টেশনে ২০১৫ সালে শুরু হয় Origin Hospital. প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প, বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান ও ঘরে ঘরে ক্যালেন্ডার পাঠানোসহ যাবতীয় মানুষের সেবা করায় ভালবাসা লাভ করেছেন কোটবাজার Origin Hospital.

উক্ত সেবামূলক প্রতিষ্ঠানে
নিয়মিত রোগী দেখেন

ডাঃ রবিউর রহমান রবি
ডাঃ দেলোয়ার হোসেন
ডাঃ এ. এইচ. সুমন
ডাঃ শাহীন আক্তার
ডাঃ আরিফা মেহের রুমি
ডাঃ মেরাজ হোসাইন চয়ন
ডাঃ মাসুমা নাসরিন শিফা
ডাঃ কানন বড়ুয়া
ডাঃ জেসমিন আক্তার
ডাঃ সেলিম শাহ বাবু
ডাঃ রাবেয়া সুলতানা
ডাঃ তাজরীনা ইসলাম।

এছাড়াও আরো বিশেষজ্ঞ ডাক্তার সপ্তাহের বিভিন্ন দিনে চেম্বার করেন বলে জানান
হাসপাতাল পরিচালক এমডি মুহাম্মদ ইউনুছ।

এই সেবামুলক প্রতিষ্ঠানটি ২০১৫ সাল হইতে সেবা দিয়ে আসছেন কোটবাজার স্টেশনের প্রধান সড়কের পূর্ব পাশে তোফাইল ফাতেমা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ও তৃতীয় তলায়।

হাসপাতাল পরিচালক কমিটির পরামর্শ ক্রমে স্হান পরিবর্তন করা হবে বলে জানানো হয়েছে। নতুন ঠিকানা হচ্ছে কোটবাজারের কাঁচা বাজারের পশ্চিম পাশে এস. আলম প্লাজা, প্রধান সড়ক, কোটবাজার।
অল্প সময়ের মধ্যে হাসপাতালের স্হান পরিবর্তন ও ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে বলে জানান হাসপাতাল পরিচালনা কমিটির এমডি মুহাম্মদ ইউনুছ ভাই।