বৃহস্পতিবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মানবিক কাজের অংশ হিসেবে কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সৃষ্ট অগ্নিকান্ডে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী ভূমিকা পালন করেছে র‍্যাব-১৫

প্রকাশিত হয়েছে-

প্রেস বিজ্ঞপ্তি

মানবিক কাজের অংশ হিসেবে কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে সৃষ্ট অগ্নিকান্ডে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী ভূমিকা পালন করেছে র‌্যাব-১৫

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিবিধ অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। এরই পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানুষের পাশে থেকে মানবিক কাজের অংশ হিসেবে বিভিন্ন মহতী উদ্যোগ গ্রহণ করে থাকে।

২। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র‌্যাব-১৫, কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুলিয়া বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে সিপিএসসি (কক্সবাজার ক্যাম্প) কোম্পানী কমান্ডার মেজর সাইফুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে গমন করে। এ সময় অগ্নিকান্ডে ভয়বহতা ও আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকরী ভূমিকা পালন করে র‌্যাব সদস্যরা। প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের ০৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণে বাজারের প্রায় ৩১টি দোকান পুড়ে গেছে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

৩। দায়িত্বাধীন কক্সবাজার ও বান্দরবান জেলায় জনসাধারণের নিরাপত্তায় সর্বদা পাশে রয়েছে র‌্যাব-১৫