শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মিয়ানমারের পণ‍্য ও ইয়াবাসহ আটক ১

প্রকাশিত হয়েছে-

ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ ১জন আটক হয়েছে।আটককৃত ব‍্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী ৯নং ওয়ার্ডের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবু তাহের। বুধবার(১৫ জুন) দুপুর ২টার দিকে কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড পুর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ,বুধবার ১৫ জুন কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকায় মাদক পাচার হবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময় আনুমানিক ২ ঘটিকায় কেরুনতলী খালে একজন ব্যক্তিকে কিছু বস্তা পানিতে ভাসিয়ে নিয়ে আসতে দেখা যায় ।লোকটিকে সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয় কিন্তু লোকটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এমতাবস্থায় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মো.তাহের ( ২৫ )কে আটক করে।

তিনি আরও জানান,পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় চায়ের প্যাকেটে লুকায়িত অবস্থায় ১৫হাজার ৩০০ পিস ইয়াবা , ১৩২ প্যাকেট রিচ কফি , ৮৫ প্যাকেট হ্যাপি টি মিক্স এবং ২৭ প্যাকেট ক্যালসিয়াম পাউডার জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।