শুক্রবার , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে সফর, ১৪৪৭ হিজরি

মুজিব বর্ষ উপলক্ষে দরগাহবিল ক্রীড়া পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি,

কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগাহবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অদ্য ৪ ডিসেম্বর ২০২১ খ্রিঃ শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয়েন্ত বার্ষিকী উপলক্ষে দরগাহবিল ক্রীড়া পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২১
রাজাপালং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও দরগাহবিল ক্রীড়া পরিষদের সভাপতি নবনির্বাচিত জনাব ইকবাল বাহার মেম্বার এর সভাপতিত্বে শুভ উদ্বোধন করা হয়।

উক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল করিম, উখিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী, থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রিয়সেন বড়ুয়া, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল করিম, জনাব শাহজান মুন্সী, হামিদুল হক, সৈয়দ মিয়া প্রমূখ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় বৃন্দ ও হাজারো দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।