আলমগীর ইসলামাবাদী
(চট্টগ্রাম জেলা প্রতিনিধি)
চট্টগ্রামের মুরাদপুরে ট্রাক চাপায় প্রাণ গেল সিএনজি চালকের
নগরীর মুরাদপুরের প্রধান সড়কে পণ্য বোঝাই একটি ট্রাক চাপায় মো. রুবেল (৪২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী পাঁচলাইশ থানাধীন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) অনিল বিকাশ চাকমা বলেন, মুরাদপুরে মূল সড়কে একটি সিএনজি রাস্তার পাশে গাড়ি রেখে সিএনজি চালক বসে গ্যাস চেক করছিলো। এমন সময় একটি পণ্য বোঝাই ট্রাক সিএনজির পাশ দিয়ে যাওয়ার সময় বসে গ্যাস চেক করা সিএনজি চালককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. রুবেল নামের সিএনজি চালক নিহত হয়।
সিএনজি চালক মো. রুবেলের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার বাবার নাম আবদুল বারেক ও মা কহিনুর বেগম। তিনি নগরীর চাঁন্দগাও থানাধীন রেয়াজউদ্দিন উকিল সড়কের এসএমএস মাদ্রাসা এলাকার বাসিন্দা।