মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে দুইজন ব্যবসায়ীসহ ২৯৫০পিছ ইয়াবা গ্রেফতার করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা ডিবি পুলিশ

প্রকাশিত হয়েছে-
মোঃ হোসেন সুমনঃ- কক্সবাজার উপজেলা প্রতিনিধি,

১৪মে২০২২ তারিখে আনুমানিক রাত ৮ ঘটিকার সময় কক্সবাজার শহরে অভিযান করে ২৯৫০পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা-ডিবি।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কক্সবাজার শহরের মোহাজের পাড়ার এলাকার জুনায়েদ(২৮)পিতা-মোঃহোসেনএবং কলাতলী মেরিন ড্রাইভ এলাকার মোঃইয়াছিন (১৯)পিতা-আলগীর।

পুলিল সুপার মোঃহাসানুজ্জামান পিপিএম এর নির্দেশে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনর্চার সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান করে কক্সবাজার শহরে মেরিন ড্রাইভ প্রাইমারি স্কুল এলাকাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ বিশেষ কৌশলে রাখা কচ টেপ মোড়ানো ২৯৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ইয়াবার মোট মূল পৌনে নয় লক্ষ টাকা। এই ইয়াবা জব্দ করা হয়েছে। আসামীদের জিজ্ঞেসাবাদে জড়িত তাকার মূল হোতার সন্ধান পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করার সর্বোচ্চ চেষ্টা চলতেছে।

 

আসামীদের বিরুদ্ধে আইনানুগত
ব্যবস্থা প্রক্রিয়াধীন।