বৃহস্পতিবার , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি

মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় রেমিটেন্স যোদ্ধা সাবেক ছাত্র নেতা আতিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ ইসলামি ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় প্রভাবশালী নেতা মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী নামে এক বাংলাদেশি মারা গেছেন।

মোজাম্বিক সময় বৃহষ্পতিবার রাত ৭:৩০ মিনিটে দেশটির টেটে প্রভিন্স সেন্ট্রাল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই রেমিটেন্স যোদ্ধা। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। আতিকুর রহমানের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন ১নং ওয়ার্ড বাদালিয়া গ্রামে। তার পিতার নাম আহমদ কবির তালুকদার।

আতিকুর রহমান সিদ্দিকীর ছোট ভাই মোজাম্বিক প্রবাসী হেফাজুল ইসলাম জানান, পরিবার থেকে মা বাবা অনুরোধ করেন শেষ বারের মত ছেলের চেহারাটা দেখার জন্য লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করতে। কিন্তু করোনার এবং মোজাম্বিকের আইনি সমস্যার কারণে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছেনা দেশে লাশ পাঠানো যাবে কি যাবেন না। কিভাবে ভাইয়ের লাশটি দেশে পাঠানো যায় এই নিয়ে সব ধরণের সাহায্য সহযোগিতা চেয়েছে মোজাম্বিকে বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ব্যক্তিদের কাছে।