বাংলাদেশ আওয়ামী যুবলীগ,ঈদগাঁও ইউনিয়নের বর্ধিত সভায় সকল ওয়ার্ড়ের কমিটি গঠন করার নিদের্শনা প্রদান করা হয়েছে।
৬ ফ্রেরুয়ারী রাত ৮টার দিকে ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হলরুম প্রাঙ্গনে ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাশেদের পরিচালনায়
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রেখেছেন, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সদর উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম,
সভায় অন্যদের মাঝে অংশ নেন- সদর যু্বলীগ ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক তৈয়ব হাসান জয়,যব নেতা হারুনুর রশিদ আকাশ,কাদের,নুরুল হুদা,জাবেদ,রিয়াদ এবং রফিকসহ ওয়ার্ড় যুবলীগ নেতা শাহীন-মুফিজ, মোরশেদ-রাসেল-মনজুর, শাহাদাত-সাদ্দাম মোস্তাক, মিজান, আনছার-সেলিম,ছৈয়দ নূর- ইমরান তাওহীদ রানা।
সভায় ওয়ার্ড যুবলীগে সমস্যার কারণ দর্শানোর নির্দেশ,ইউনিয়ন যুবলীগের বার্ষিক বনভোজনের বিষয়ে আলাপ আলোচনা হয়
Leave a Reply