রংগিয়াঘোনা মাদ্রাসার বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রেজাউল আজিম -বাঁশখালী-প্রতিনিধি,

আজ ২ ই মার্চ বৃহস্প্রতিবার চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল (ডিগ্রী)  মাদ্রাসায় শ্রেণী ভিত্তিক মেধা ও সর্বোচ্চ ফলাফল প্রাপ্তদের পুরষ্কার এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদানসহ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি জনাব আছেফুর রহমান ফারুকী, সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ ইছমাইল এবং এতে মাদ্রাসার বিভিন্ন ক্যাটাগরির শিক্ষকসহ গভর্ণিং বডির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্বিক বিষয়ে আরও ভাল ফলাফল অর্জন করতে উদ্বুদ্ধ করেন।
সবশেষে অধ্যক্ষ মহোদয়ের সমাপনী বক্তব্য ও পরবর্তী সভার কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *