বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রংপুরে প্রাণিসম্পদ পরিচালকের ঝুলন্ত মরদেহ

প্রকাশিত হয়েছে-

শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন ) দুপুরের দিকে স্টেশন রোডে জামাল মার্কেটের বিপরীতে প্রাণিসম্পদ অফিসের তৃতীয় তলায় একটি রুমের বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিভাগীয় কার্যালয়ের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায়। তার স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন।

পুলিশ ও অফিসের কর্মচারী সূত্রে জানা যায়, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দ চলতি বছরের মার্চ মাসে এখানে বদলি হয়ে আসেন। এরপর থেকে তিনি তার বিভাগীয় কার্যালয়ের পাশেই জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলায় একটি রুমে থাকতেন।
অফিস পিয়ন আরো জানায়, আজ সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে ঝর্ণার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে এসে পুলিশে খবর দেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। তার মৃত্যুর ব্যাপারে এখন কিছুই বলা সম্ভব নয়। তবে অফিস এবং পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।