রংপুরে জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করলো স্নেহা নার্সিং কলেজ। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। প্রতিবছরের মতো এই তারিখে রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসটি যথা যোগ্য মর্যাদায় পালন করেছে স্নেহা নার্সিং কলেজ লিমিটেড।
দিবসটি উপলক্ষে স্নেহা নার্সিং কলেজের কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন ও রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার এডিসনাল এসপি ( এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, স্নেহা নার্সিং কলেজ লিঃ এর চেয়ারম্যান মনোয়ারুল কাদির মাসুম, একাডেমি কোর্স কো অডিনেটর কাজী মোঃ আতাউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মানিক চন্দ্র সাহা, চীফ ফাইন্যান্স ও মার্কেটিং অফিসার মোঃ শিমুল ইসলাম,
নার্সিং ইন্সট্রাকটর আয়েশা সিদ্দিকা শিলা,আফিয়া মাসুমা,অফিস সহকারী কম্পিউটার সমীর কুমার পাল, অফিস সহায়ক রওশনুল রাজু, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।
Leave a Reply